মস্তিস্ক
মস্তিষ্ক সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিনঃ
১) আমাদের মস্তিষ্কের ৭৩% ই পানি!
২) মস্তিষ্কের ওজন প্রায় ৩ পাউন্ড! যার ৬০% ই চর্বি, যা আমাদের শরীরের সবচেয়ে বেশি চর্বিযুক্ত অঙ্গ!
৩) মস্তিষ্কের প্রতিটি কোষের একটি অবিচ্ছেদ অংশ হচ্ছে কোলেস্টেরল। আমাদের দেহের ২৫% কোলেস্টেরলই থাকে মস্তিষ্কে! পর্যাপ্ত পরিমাণ কোলেস্টেরলের অভাবে মস্তিষ্কের কোষগুলো মারা যায়।
৪) মস্তিষ্কের কোষগুলো দেখতে সব এক রকম নয়, প্রায় ১০০০০ রকমের নিউরন আছে আমাদের মস্তিষ্কে!
৫) আমাদের ব্রেইনে তথ্যাদি আদান প্রদান হয় ঘণ্টায় প্রায় ২৬৮ মাইল বেগে, যেখানে একটি ফর্মুলা-১ রেসিং গাড়ির গতিবেগ ঘন্টায় ২৪০ মাইল!
৬) সাধারণত, পুরুষদের মস্তিষ্ক মহিলাদের থেকে ১০% বড় হয়, কিন্তু “Hippocampus”- যা আমাদের মস্তিষ্কের স্মৃতি সংরক্ষনের কাজে সম্পৃক্ত থাকে পুরুষদের থেকে মহিলাদের সেই অঙ্গটি বড় থাকে!
৭) অক্সিজেন আমাদের ব্রেইনের জন্য খুবই গুরুত্তপুর্ণ। মাত্র ৫ মিনিট অক্সিজেন না পেলে ব্রেইনের কিছু কিছু কোষ মারা গিয়ে ব্রেইন ড্যামেজ করে দিতে পারে।
৮) দ্রুত ক্রমবর্ধমান মস্তিষ্ক ধারণ করার জন্য বাচ্চাদের মাথা স্বাভাবিক আয়তনের চেয়ে বড় থাকে। একটি ২ বছরের শিশুর মস্তিষ্কের আকার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ৮০ শতাংশের সমান!
৯) আমাদের মস্তিস্কের সংরক্ষণ ক্ষমতা কার্যত সীমাহীন!
১০) এলবার্ট আইনস্টাইন এর ব্রেইনের ওজন ২.৭ পাউন্ড, যা সাধারণ মস্তিষ্কের ওজন (৩ পাউন্ড) থেকে ১০% কম। যদিও, তার ব্রেইনে নিউরনের ঘনত্ত স্বাভাবিকের চেয়ে বেশি ছিল!